ইসলামাবাদ, ১২ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে ক্রমশই শক্তিশালী করে তুলছে পাকিস্তান। ‘বাবর ক্রুজ মিসাইল আইএ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ৪৫০ কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল।

বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই পরীক্ষা চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর।

আরও পড়ুন : চীনের সিনোফার্ম টিকা ষাটোর্ধ্বদের জন্য কার্যকর নয় : পাকিস্তান

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাবর ক্রুজ মিসাইল আইএ ‘স্টেট অব দ্য আর্ট মাল্টি টিউব মিসাইল লঞ্চ ভেহিকল’ থেকে পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর, আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের লে. জেনারেল মুহাম্মদ আলী, কৌশলগত পরিকল্পনা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফল পরীক্ষা চালানোয় পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর। সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভিও।

গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এর আগে গত ২০ জানুয়ারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন-৩-এর সফল পরীক্ষা চালায় দেশটি। এর পর চলতি মাসের শুরুতেই ‘গজনভি’ নামের আরো একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। আর বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১২ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান,বাড়ছে উত্তেজনা first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3jHgcEJ