যশোর, ১০ ফেব্রুয়ারি – যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ শফিকুল মন্ডল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুলের বাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামে।
আরও পড়ুন : সুন্দরবনে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি
যশোর ৪৯ বিজিবির আওতাধীন শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশরাফ হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমান্তের মেইন পিলার ২৮/৩ এস পিলার বাংলাদেশের বেতনা নদীর পাড় থেকে শফিকুল মন্ডলকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১০ ফেব্রুয়ারি
from DesheBideshe https://ift.tt/2Z1v3QT