https://ift.tt/3p0b7si
নয়াদিল্লী, ০৮ ফেব্রুয়ারি – ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের ‘ছুড়ে ফেলতে হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৮ ফেব্রুয়ারি) ভারতের জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দেয়ার সময় কৃষক আন্দোলন নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারী কৃষক ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে ‘আন্দোলনজীবী’। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।
তিনি বলেন, পরিবর্তন আনা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগানোও প্রয়োজন। কিন্তু সেই অগ্রগতির পথে আজ বাধা সৃষ্টি করা হচ্ছে।
আরও পড়ুন : চোখের সামনে সংগ্রাম দেখলেন মহাত্মা দেবীকে ভাসিয়ে নিয়ে গেল জল,কাদার স্রোত
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য পরিবর্তন আনা জরুরি। কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।
তিনি বলেন, এক সময় এই সংস্কারের পক্ষে অনেকেই ছিলেন। আজ যখন মোদি সরকার এই সংস্কার কার্যকর করতে চলেছে, সেই ব্যক্তিরাই এখন অন্য কথা বলছেন।
রেকর্ড পরিমাণ উৎপাদনের পরেও ভারতের কৃষিব্যবস্থায় অনেক সমস্যা আছে বলে মন্তব্য করেন মোদি। তবে সেই সমস্যার সমাধান সবাই মিলে করা উচিত বলে মনে করেন তিনি।
মোদি বলেন, দেশকে এগিয়ে নেয়া উচিত। পিছনে ঠেলে দেয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।
উল্লেখ্য, গত বছর নতুন পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বর থেকে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের প্রায় সকল প্রদেশের প্রধান মহাসড়কগুলোতে ট্রাক্টর ও ট্রাক রেখে অবরোধ তৈরি করেন তারা। এদিন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, নতুন পাস হওয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকরা ঘরে ফিরবে না। আন্দোলন বাতিল করতে সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
সূত্র : নতুন সময়
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি