https://ift.tt/3cV2Y5Y

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – ‘ভারত থেকে যে টিকা এসেছে, আপনারা প্রমাণ করুন, ‘এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এ টিকা নিচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) নিয়ে খবরের কাগজে এসেছে, তিনি টিকা নেয়ার অভিনয় করেছেন। তাহলে আমাদের কথা ঠিক। ভারত থেকে যে টিকা এসেছে, তা নির্ভুল নয়, ত্রুটিপূর্ণ।’

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

আরও পড়ুন : দেশে করোনায় ১৬ মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬

তিনি বলেন, দেশ চালাচ্ছে মাফিয়ারা। এর প্রমাণ পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি আওয়ামী লীগ করতেন, তাকে এসপি সাহেব ডেকে নিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ে তার সঙ্গে কথা হবে। এসপি সাহেবের ডাকে তিনি গেছেন। তাকে গাড়িতে করে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাকে আওয়ামী লীগের অফিসে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তুমি প্রার্থিতা প্রত্যাহার করো। এ কাজ কারা করে?

রুহুল কবির রিজভী বলেন, পুলিশ মানুষের নিরাপত্তা দেবে। কিন্তু সেই পুলিশ একজনকে ডেকে ঢাকায় নিয়ে এসেছে। ওবায়দুল কাদের সবুজের সঙ্গে যে কাজ করেছেন, এ তো মাফিয়ারা করে, ডনরা করে, ডাকাতরা করে।

আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাংকের অর্থ চুরির অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ চুরি করেছেন আওয়ামী লীগের নেতারা। বেসিক ব্যাংকেরও অর্থ চুরি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পাবলিক প্রতিষ্ঠান চুরি করেছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ফরিদপুরে ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে, এটাও চুরি। ছাত্রলীগ নেতা মাদারীপুরের তুহিন ছাগল চুরি করেছে। মুরগি চুরি থেকে ছাগল চুরি কোনো চুরিই তারা বাদ রাখেনি।

সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারত থেকে আসা করোনার টিকা ত্রুটিপূর্ণ দাবি রিজভীর first appeared on DesheBideshe. February 08, 2021 at 05:16PM