চেন্নাই, ১০ ফেব্রুয়ারি – টেস্টে শ্রীলঙ্কাকে ২-০ তে হোয়াইটওয়াশ করার পর ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিল ইংল্যান্ড। চেন্নাইয়ে মঙ্গলবার ম্যাচের শেষ দিন ২২৭ রানে জয় পেয়েছে ইংলিশরা।
এই জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৭০.২ শতাংশ। ৬৮.৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত আছে চতুর্থ অবস্থানে।
আরও পড়ুন : সাকিবের জায়গায় খেলবেন সৌম্য
টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। আর ফাইনালে ওঠার লড়াইয়ে আছে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড যদি এই সিরিজ ৩-০, ৩-১ অথবা ৪-০ ব্যবধানে জিততে পারে, তাহলে তারা ফাইনালে উঠবে। আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল।
অন্যদিকে, অধিনায়ক হিসেবে জো রুটের এটি ২৬তম টেস্ট জয়। ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ জয়ের দিক থেকে এখন যৌথভাবে শীর্ষে আছেন জো রুট ও মাইকেল বেভান। এই ম্যাচটি ছিল জো রুটের ১০০তম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচে জিতেছে তার দল। ম্যাচটিতে ডাবল সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রুট।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১০ ফেব্রুয়ারি
from DesheBideshe https://ift.tt/3a5B4Cr