নোয়াখালী, ১১ ফেব্রুয়ারি – মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুই জনকে পুলিশে দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এই উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন আবদুল কাদের মির্জা। আটককৃতরা হলেন, কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭) এবং বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২) ।

আরও পড়ুন : ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজে বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।’

তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। আটককৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১১ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় দুজনকে ধরে পুলিশে দিলেন কাদের মির্জা first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3a6KMEM