ওয়াশিংটন, ১০ ফেব্রুয়ারি – সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের কাজ এগিয়ে নেয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির সিনেট। তার বিরুদ্ধে অভিযোগ, নভেম্বেরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় প্রত্যায়নের জন্য ক্যাপিটলে সমবেত আইনপ্রণেতাদের বিরুদ্ধে তার শত শত সমর্থকদের বিদ্রোহ করতে তিনি উসকানি দিয়েছিলেন।

সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে চার ঘণ্টা ধরে বিতর্ক অব্যাহত ছিল। পরে মঙ্গলবার দুপুর থেকে এই অভিযোগের শুনানির পক্ষে ৫৬ এবং বিপক্ষে ৪৪ ভোট পড়ে।

আরও পড়ুন : সমর্থকরা নিজ ইচ্ছায় হামলা করেছেন: ট্রাম্পের আইনজীবী

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্যরা বলেন, সাবেক প্রেসিডেন্টকে নিজের মেয়াদের শেষ দিনগুলোতে তার কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে। ট্রাম্পের দুই জন আইনজীবি অবশ্য এর বিরোধিতা করেছেন। তাদের দাবি, সংবিধান প্রণয়নের সময় এ কথা বলা হয়েছে যে, ক্ষমতায় থাকার সময়ই কেবল প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে। তবে এটি ট্রাম্পের জন্য প্রযোজ্য নয়। কারণ ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের সঙ্গে সঙ্গে ট্রাম্পের চার বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে।

এই অভিশংসন প্রক্রিয়ায় বাদি পক্ষের ম্যানেজার কংগ্রেসম্যান জ্যামি রাস্কিন। তিনি বলেন, ট্রাম্পকে যদি এখন জবাবদিহিতার সম্মুখীন করা না হয়, তাহলে এটি একটি ব্যতিক্রম তৈরি করবে। ভবিষ্যতে কোন প্রেসিডেন্টই তাদের ক্ষমতার শেষ দিনগুলোর কোনও অপকর্মের জন্য কোনও পরিণতির মুখোমুখি হবেন না। সূত্র: ভয়েস অব আমেরিকা।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১০ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ট্রাম্পের অভিশংসন বিচার এগিয়ে নেওয়ার পক্ষে রায় মার্কিন সিনেটের first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/2OnTqX3