মুম্বাই, ১০ ফেব্রুয়ারি – মার্কিন পপ তারকা রিহানা, আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্নতারকা মিয়া খলিফা ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন। তাদের নিয়ে ভারতে সমালোচনা হলেও প্রতিবাদ থেকে সরে দাঁড়াননি কেউ। বারবার তাদের প্রতিবাদ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

এরই মধ্যে এক টুইটে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে একহাত নিলেন মিয়া খলিফা। ভারতে কৃষক আন্দোলন নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কেন কথা বলছেন না, কোনও টুইট করছেন না?

আরও পড়ুন : চলে গেলেন ঋষি কাপুরের ছোট ভাই অভিনেতা রাজিব কাপুর

তার মতে, প্রিয়াঙ্কা কেন নিজের মতবাদ প্রকাশ করছেন না? কৃষক আন্দোলন নিয়ে ভারতে যা চলছে, তা নিয়ে কিছু কি বলার নেই প্রিয়াঙ্কা চোপড়ার?

এভাবেই প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্নের মুখে ফেলে দেন মিয়া খলিফা। তিনি বলেন, প্রিয়াঙ্কা কেন কৃষক আন্দোলন নিয়ে কথা বলছেন না, এর কারণ জানতে ইচ্ছে হল বলেই তিনি টুইট করে প্রশ্ন তোলেন।

যদিও ‘দ্য হোয়াইট টাইগার’ খ্যাত প্রিয়াঙ্কাকে এখনো মিয়া খলিফার টুইটের পাল্টা কোনও রিটুইট করতে দেখা যায়নি।

এন এইচ, ১০ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রিয়াঙ্কাকে নিয়ে যা বললেন মিয়া খলিফা first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3q649TP