https://ift.tt/3aJ1cSS

ওয়াশিংটন, ০৮ ফেব্রুয়ারি – বিংশ শতাব্দীতে চলা রুশ-মার্কিন ঠান্ড যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জর্জ শুলজ ১০০ বছর বয়সে মারা গেছেন।

তার তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে দুই পরাশক্তির মধ্যে চলতে থাকা কয়েক দশকের ঠাণ্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে গত শনিবার তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মন্ত্রীসহ ৪ হাজার পদে রাজনৈতিক নিয়োগ দেন

রিচার্ড নিক্সন ও রোনাল্ড র‌্যায়গানসহ তিন রিপাবলিকান প্রেসিডেন্টের আমলে তিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

র্যায়গানের শাসনামলে ১৯৮০ সালে তিনি তৎকালিন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে বিরাট ভূমিকা পালন করেন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঠান্ডা যুদ্ধ থামানো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জীবনাবসান first appeared on DesheBideshe. February 08, 2021 at 04:43PM