ঢাকা, ১২ ফেব্রুয়ারি – বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে ও পুনর্দখল রোধে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবারের এই অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলীর নেতৃত্বে কামরাঙ্গীরচরের ঠোটারমাথা সংলগ্ন মুসলিমবাগ এলাকায় এই উচ্ছেদ অভিযান চলে।
আরও পড়ুন : মাদারগঞ্জে আ.লীগের ১০ নেতাকর্মীকে বহিষ্কার
এ সময় পাঁচটি দোতলা ও ১২টি একতলা পাকা ভবন, ২২টি আধাপাকা ঘর, ২৪টি টিনের ঘর, ২৭টি টংঘর, পাঁচটি পাকা সীমানা প্রাচীর, পাঁচটি আধাপাকা গুদামঘর এবং তিনটি টিনশেড গুদামঘর মিলিয়ে ৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই একর তীরভূমি উদ্ধার হয়।
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। গত ২২ নভেম্বর সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের নির্বাচনী এলাকার ওয়াইজঘাটের বুড়িগঙ্গার তীরভূমি থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর দফায় দফায় উচ্ছেদ অভিযানে ৯ শতাধিক অবৈধ স্থাপনার পাশাপাশি হাজী সেলিমের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে গড়ে তোলা বেশ কিছু অবৈধ স্থাপনাও ভাঙা হয়। উদ্ধার করা হয় প্রায় ২৭ একর তীরভূমি।
সূত্র : সমকাল
এন এইচ, ১২ ফেব্রুয়ারি
from DesheBideshe https://ift.tt/3rIzaxG