লন্ডন, ১২ ফেব্রুয়ারি – টেস্ট সিরিজের মাঝেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য নতুন চেহারার ইংল্যান্ড দল ভারতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ১৬ সদস্যের ইংল্যান্ড দল ঘোষিত হয়। ইয়োইন মরগ্যানের নেতৃত্বে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই টেস্ট অধিনায়ক জো রুট। জো রুট ছাড়াও টেস্ট দলের জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রডরা বাদ পড়েছেন। দলে এসেছেন জনি বেয়ারস্টো।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ভারতের উদ্দেশে রওনা হবে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের ম্যাচগুলি যথাক্রমে ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ, ২০ মার্চ। সিরিজের ৫টি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: এউইন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসে টপলি, মার্ক উড।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১২ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়োন্টি দল ঘোষণা first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3u0F0wq