https://ift.tt/36Sg4Np
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা সাত কেজি সোনাসহ সারোয়ার উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
আজ শুক্রবার সকাল ১১টায় বিএস ৩২২ ফ্লাইটে মাসকাট থেকে তিনি ঢাকায় আসেন। তার কাছে থাকা কালো রঙের ব্যাগে ৬২টি সোনার বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দ করা সাত দশমিক ২৯০ কেজি সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
আরও পড়ুন : শপথ নিলেন শরীয়তপুরের নতুন মেয়র ও কাউন্সিলররা
ঢাকা কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ আবদুস সাদেক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছিল। পাসপোর্টের তথ্য অনুযায়ী, সারোয়ার উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলায়। তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র : দ্য ডেইলি স্টার
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি