অস্টিন, ১২ ফেব্রুয়ারি – টেক্সাস অঙ্গরাজ্যে বরফে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শতাধিক গাড়ি একটি অপরটিকে পিছন থেকে ধাক্কা মারে। এ সিরিজ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : মোদির কাছে ভ্যাকসিন চেয়েছেন ট্রুডো
টেক্সাস ইন্টারস্টেট-৩৫ সড়কে বরফে পিচ্ছিল হয়ে থাকা সড়কে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
এর ফলে ব্যাস্ত সড়কটিতে একে একে সামনের সব গাড়িতে পিছনের গাড়িগুলো ধাক্কা মারে। এর ফলে এ সিরিজ দুর্ঘটনার ঘটে।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১২ ফেব্রুয়ারি
from DesheBideshe https://ift.tt/3bcOwnF