https://ift.tt/2OhtVXn
মুম্বাই, ০৮ ফেব্রুয়ারি – সাগরিকায় ৪র্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড তাড়া করে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মেয়ার্স-বোনারের দুর্দান্ত জুটি ৩৯৫ রানের বড় লক্ষ্যকে ছুঁয়েছে অনায়াসেই।
পঞ্চম দিন উইকেটে মাটি কামড়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে পাওয়া ৩ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক টেস্ট স্পেশালিস্ট ভিভিএস লক্ষ্মণ।
তার মতে, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন ও এটি বিশাল একটি অর্জন।
আরও পড়ুন : চোখ ধাঁধানো ডাবল সেঞ্চুরি নিয়ে যা বললেন কাইল মেয়ার্স
রোববার ম্যাচশেষে টুইটারে ক্যারিবীয়দের জয়ের নায়ক কাইল মেয়ার্সের স্তূতি গাইলেন লক্ষণ। মেয়ার্সের ডাবল সেঞ্চুরি উদযাপনের ছবিও পোস্ট করেন।
লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক রান তাড়া। সব প্রতিকূলতার বিরুদ্ধে বাংলাদেশকে তাদের মাটিয়ে হারানো, ৩৯৫ রান তাড়া করা অসাধারণ এক অর্জন। অভিষেকে দ্বিশতক হাঁকানোয় কাইল মেয়ার্সকে অভিনন্দন, তাও কিনা চতুর্থ ইনিংসে হাঁকালে। বিশাল অর্জন।’
Historic chase by @windiescricket. Against all odds, beating Bangladesh on their home ground chasing 395 is a incredible achievement. Congrats Kyle Mayers on your maiden double hundred on debut and that too in the 4th innings. Remarkable achievement. #BANvWI pic.twitter.com/qkiOXxAb2w
— VVS Laxman (@VVSLaxman281) February 7, 2021
সূত্র : যুগান্তর
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি