https://ift.tt/2MFjVXC

সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্ষেত্রেই লিওনেল মেসিকে পেছনে রেখে এগিয়ে চলেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, এবার শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএস) গত এক দশকের সেরা ফুটবলার নির্বাচন করেছে। যেখানে রোনালদোকে পেছনে পেলে সেরা হলেন মেসিই।

দশক সেরার প্রতিযোগিতা হয়েছে মূলত মেসি এবং রোনালদোর মধ্যেই। যেখানে নানা পরিসংখ্যান এবং সাফল্যের বিবেচনায় আইএফএফএস মেসিকেই সেরার স্থানে রেখেছে। রোনালদো হলেন দ্বিতীয়। এরপরই তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন ইনিয়েস্তা এবং নেইমার।

আরও পড়ুন : আত্মঘাতী ও মেসি-ত্রিনকাওয়ের গোলে জিতলো বার্সা

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে রোনালদো জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবে একই সময়ে বার্সেলোনার হয়ে অসাধারণ সব গোল করে গেছেন মেসি। যে কারণে রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখলো সংস্থাটি।

জ্লাতান ইব্রাহিমোভিচ এবং লুকা মদ্রিচকে রাখা হয়েছে এই তালিকার অষ্টম এবং নবম স্থানে। সেরা দশে রয়েছেন জিয়ানলুইজি বাফন এবং ম্যানুয়েল ন্যুয়ারের মত দুই গোলরক্ষকও।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো first appeared on DesheBideshe. February 09, 2021 at 09:05AM