https://ift.tt/3cVbbqI

ওয়েলিংটন, ০৯ ফেব্রুয়ারি – মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এমন তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এমন খবর দিয়েছে। এদিকে মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত চলছে। এর মধ্যে প্রথম টেলিভিশন ভাষণে নতুন করে অভ্যুত্থানের সাফাই গেয়ে ফের নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন জেনারেল মিন অং হ্লাইং।

সোমবার তিনি বলেন, ক্ষমতাসীন জান্তা আবার নতুন করে নির্বাচন দেবে এবং বিজয়ীর হাতে ক্ষমতা তুলে দেবে।

আরও পড়ুন : মিয়ানমারে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি প্রধান জেনারেলের

গত নভেম্বরের নির্বাচন সুষ্ঠু ছিল না অভিযোগ করে দেশটির ক্ষমতাসীন দলের নেতা স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ অধিকাংশ আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী।

এর প্রতিবাদে সেনাবাহিনীর নিন্দা-প্রতিবাদে মুখর হয়ে দেশজুড়ে শহরে-নগরে মানুষ বিক্ষোভে নেমেছে। রাস্তায় রাস্তায় সোমবার তৃতীয়দিনের মতো বিক্ষোভ করছে জনতা।

বন্দি সু চির মুক্তিরও দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। পুলিশ তাদের আন্দোলন স্তব্ধ করে দিতে খড়গহস্ত হয়েছে। আন্দোলন ছেড়ে চলে যাওয়া নয়ত কঠোর শাস্তির মুখে পড়ার হুমকি দিচ্ছে পুলিশ।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মিয়ানমারের সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্ক ছিন্নের ঘোষণা জাসিন্দার first appeared on DesheBideshe. February 09, 2021 at 10:30AM