https://ift.tt/3p0ZWQ3
চট্টগ্রাম , ০৯ ফেব্রুয়ারি – করোনার ভ্যাকসিন নেবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। বন্দর নগরীতে কর্মসূচি শুরুর দুই দিন পর আজ (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) থেকে তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
এদিন সকাল ১১টায় বন্দর নগরীর দামপাড়া পুলিশ লাইনসে ২০০ জন পুলিশ সদস্যকে ভ্যাকসিন দেয়া হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
আরও পড়ুন : ৮ কেজি গাঁজাসহ যুবক আটক
নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রথম দিনে সিএমপির ২০০ সদস্য ভ্যাকসিন নেবেন। পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদেরকে দেয়া হবে। ’
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএমপির প্রায় প্রায় সাতশরও বেশি সদস্য। মারা গেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ মোট ৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি