নেপিডো, ১২ ফেব্রুয়ারি – সরকারি চাকরিজীবীদের অসহযোগ আন্দোলন বন্ধ করে কাজে ফেরার ডাক দিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জান্তা প্রধান একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন : এবার সু চির ঘনিষ্ঠ সহযোগীসহ আরও ৪ গ্রেপ্তার
১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে। সাধারণ বিক্ষোভকারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারি চাকরিজীবী ও চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
বিবৃতিতে জান্তা প্রধান অসহযোগ আন্দোলনে কর্মবিরতির জন্য ‘অসাধু ব্যক্তিদের’ দায়ী করেছেন।
তিনি বলেছেন, ‘যারা তাদের দায়িত্ব থেকে দূরে সরে আছেন, অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে কাজে যোগদান করেন।’
সেনাবাহিনীর তথ্য সেবা কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে মিন অং হ্লাইং জনগণকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার মতে, জমায়েতের কারণে কোভিড সংক্রমণের বিস্তার ঘটতে পারে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ ফেব্রুয়ারি
from DesheBideshe https://ift.tt/3pcXqGz