কলকাতা, ১০ ফেব্রুয়ারি – গত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলতেন, ‘চোরের বদনাম দেবেন না। ভালোভাবে বললে তৃণমূল বাড়িতে গিয়ে বাসন মেজে দেবে।’ ফের নির্বাচন ঘনিয়ে আসতেই তার মুখে আবারো শোনা যাচ্ছে অনেকটা একই কথা।

মঙ্গলবার কালনায় অনুষ্ঠিত এক জনসভায় মমতা পশ্চিমবঙ্গের লোকদের তৃণমূল কর্মীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন, তৃণমূলে কেউ অন্যায় করলে আমি আছি অভিভাবক। কেউ অন্যায় করলে বলবেন, গালে দুটো থাপ্পড় মারব। কান মলে দেব। কিন্তু কেউ যেন তাকে ভুল না বোঝেন।

আরও পড়ুন : শোভনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন কুণাল

তৃণমূলে ভাঙনের বিষয়ে দলীয় প্রধান বলেন, অন্যায়ের খবর কানে এলে আমি বরদাশত করব না। তাই দু’একজন ভয়ে আগেভাগেই পালিয়ে যাচ্ছে।

এসময় বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি গোজামিল পার্টি, শুধু মিথ্যা কথা বলে। আমরা কৃষকদের চাল কিনি, শস্যবীমার পুরো টাকা দেই। কেন্দ্রের তিনটি কালো আইন কৃষকদের সব লুট করে নেবে। বিজেপি মানেই সর্বনাশ।

তিনি বলেন, বিজেপির অনেক টাকা, সেটা নিয়েই চলে আসছে। ওই টাকা ওদের নয়, ওটা চুরি করা টাকা। ওরা টাকা দিলে ভালো করে ভাত-মাংস খেয়ে নেবেন।

ত্রিপুরার প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, সেখানে মানুষকে একটা কথা বলতে দেয় না। ধরে ধরে মারছে। বাঙালিকে অত্যাচার করছে। বিজেপির রাজ্যগুলোতে কোনো নিরাপত্তা নেই। শান্তিতে থাকতে হলে তৃণমূলই আপনার বন্ধু।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১০ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দলের কেউ অন্যায় করলে ‘কান মলে দেবেন’ বললেন মমতা first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/2Z2FNyI