কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি – কক্সবাজারে প্রায় ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক হওয়া ‘ইয়াবা গডফাদার’ জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা (এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার) টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করে পুলিশ।

এর আগে এদিন দুপুরে গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শহর সংলগ্ন চৌফলদন্ডী ব্রিজের কাছাকাছি একটি নৌকা থেকে সাত বস্তা ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করে।

আরও পড়ুন : কক্সবাজার-সেন্টমার্টিনের পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান জানান, আটক জহিরুলের দেয়া স্বীকারোক্তি মতে তার বাড়ি অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ইয়াবা বেচার এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ওই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসপি মো. হাসানুজ্জামান।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১০ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইয়াবা কারবারির ঘর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3cYfm5h