ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ১৪৪২ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও শবে মিরাজের তারিখ নির্ধারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৃহস্পতিবার ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আরও পড়ুন : মসজিদে হারাম কতৃপক্ষের উদ্দোগে প্রবীণদের জন্য বিশেষ পরিবহন সেবা মক্কায়
বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
লাইলাতুল বরাত বা শবে মেরাজ পালিত হয় ২৬ রজব দিবাগত রাতে। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে হজরত মোহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১২ ফেব্রুয়ারি
from DesheBideshe https://ift.tt/3tLeoPX