https://ift.tt/39ZBNoE

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞতা ও বিচক্ষণ দক্ষতাকে খাটো করে, দেশকে এগিয়ে নেয়ার কাজকে বাধাগ্রস্ত করতেই স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামাতের যোগসাজশে আল-জাজিরা টেলিভিশন উদ্ভট এক কাল্পনিক কাহিনী তৈরি করেছে’।

সোমবার দুপুরে মাহবুব উল আলম হানিফ এমপিকে তার নিজ বাসভবনে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও ইলেক্ট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানদের সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়ার প্রাক্কালে তিনি গণমাধ্যম ক্যামেরায় এসব কথা বলেন।

আরও পড়ুন : অনিয়মের অভিযোগ : ৩ পৌরসভার ফল স্থগিত

তিনি আরো বলেন, বিএনপি-জামাত এবং তাদের মিত্ররা বরাবরই ষড়যন্ত্র করে আসছে, এর আগে তার রাজনৈতিক কর্মসূচীর নাম করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে, জ্বালাও পোড়াও ভাঙচুর করে মানুষ হত্যা করেও যখন সরকারের কিছু ক্ষতি করতে পারে নাই, তখন তারা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পাশাপাশি বহির্বিশ্বের বিভিন্ন চক্রের সাথে যোগসাজশ করে নানাভাবে দেশের ইমেজকে নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে এবং এইটা করে তারা ভাবছে যে এতেই বুঝি সরকার পতন হয়ে যাবে।

এ সময় হানিফ বিএনপির উদ্দেশ্যে বলেন, বিএনপি তো আসলে দিবা স্বপ্ন দেখছে, যেহেতু তাদের কোনো জনসমর্থন নাই সেজন্য তারা এখন মনে করছে যে ষড়যন্ত্র করেই সরকারের পতন ঘটানো যাবে। এখন তাদের কাজই হলো ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়ানো। তারা অতীতেও এভাবে নানা পদ্ধতিতে একটা করে কাল্পনিক কাহিনী তৈরি করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি এসব দিবাস্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে এই স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে না’ ‘সরকারকে পতন ঘটানোর মতো বিএনপি-জামাত বা একাত্তরের পরাজিত শক্তির কোনো সক্ষমতা নেই’।

এ সময় সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আল জাজিরার প্রতিবেদন উদ্ভট ও কাল্পনিক first appeared on DesheBideshe. February 09, 2021 at 07:50AM