চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি – চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়ার পতাকাবাহী ‘এমভি মিয়া সেতু’ নামের একটি জাহাজে ডাকাতির সময় নয় ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ ‘কুতুবদিয়া’ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে নয় ডাকাত সদস্যকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : ইয়াবা কারবারির ঘর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার

কোস্ট গার্ড জানায়, বহির্নোঙরে অবস্থানরত মালয়েশিয়ার পতাকাবাহী ‘এমভি মিয়া সেতু’ নামের একটি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় ডাকাত দল। এই সময় আক্রান্ত জাহাজ থেকে বিপদ সঙ্কেত পাঠানো চট্টগ্রাম বন্দরে। বন্দর কর্তৃপক্ষ বিপদ সঙ্কেত পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ডকে জানালে কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া দ্রুত অভিযান পরিচালনা করে পুরো ডাকাতদলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আটক ডাকাতরা হলো- মো. আব্দুল মালেক (৩৫), মো. হোসাইন (৩২), মো. মোজাম্মেল হক (৪০), মো. বেলাল (২৬), মো. হেলাল (২০), মো. ইসমাইল (২৬), জাহাঙ্গীর আলম (৩৬), মো. আরিফ (২২) ও মো. শাহাবউদ্দিন (২৭)। গ্রেপ্তারকৃত ডাকাতদের সবার বাড়ি চট্টগ্রামের আনোয়ার উপজেলার গহিরা গ্রামের বাসিন্দা। তাদেরকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে ডাকাতদের বহনকারী দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, নগদ টাকাসহ মোবাইল ফোন, সিম, মোবাইল রিচার্জ কার্ড, দুটি হোসপাইপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতিকালে গ্রেফতার ৯ first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3rBe8AY