ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর আদাবরের ১৪ নম্বর সড়কে অবস্থিত কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : ঠিকাদারকে পিস্তল দেখিয়ে ছাত্রলীগ নেতার লাথি, হত্যার হুমকিও

কামরুল হাসান বলেন, ‘আদাবরে কাঁচাবাজারে একটি বেকারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। আগুন নিভে গেলে বিস্তারিত জানানো যাবে।’

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১১ ফেব্রুয়ারি

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আদাবর কাঁচাবাজারে ভয়াবহ আগুন first appeared on DesheBideshe.

from DesheBideshe https://ift.tt/3jKR3cw